Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন ইতিহাসবিদ সুনীতি ভূষণ কানুনগো

সারাবাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৫ ২০:২৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২২:০৫

সদ্য প্রয়াত অধ্যাপক ড. সুনীতি ভুষণ কানুনগো। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: খ্যাতিমান ইতিহাসবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সুনীতি ভুষণ কানুনগো আর নেই।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াতের ঘনিষ্ঠজন জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তফা নঈম সারাবাংলাকে জানান, ৮৯ বছর বয়সী সুনীতি ভূষণ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্ত্রী অধ্যাপক লীনা কানুনগো আগেই প্রয়াত হয়েছেন। তাদের একমাত্র সন্তান আমেরিকা প্রবাসী। নগরীর বাসায় কাকাতো ভাই গিটারিস্ট দোলন কানুনগোর তত্ত্বাবধানে তিনি ছিলেন।

রোববার সকাল ১১টায় গ্রামের বাড়িতে সুনীতি ভূষণের সৎকার সম্পন্ন হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে ১৯৩৬ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন সুনীতি ভূষণ। তিনি চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ বোয়ালখালীর স্যার আশুতোষ কলেজের ছাত্র ছিলেন। ১৯৬০ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭২ সালে তিনি পিএইচডি অর্জন করেন।

১৯৬১ সালে কর্মজীবন শুরুর পর তিনি বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারী কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা শেষে ১৯৯৯ সালে অবসরে যান। ‘চট্টগ্রামের প্রাচীন ইতিহাস’, ‘বাংলার ইতিহাস প্রাচীন যুগ’, ‘হিস্ট্রি অব চিটাগং’সহ বহু গ্রন্থের রচয়িতা খ্যাতিমান এ ইতিহাসবিদ।

সুনীতি ভুষণ কানুনগোর মৃত্যুতে স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির পক্ষ থেকে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দীপেন চৌধুরী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল মোমিন।

সারাবাংলা/আরডি/এসআর

অধ্যাপক ড. সুনীতি ভুষণ কানুনগো