খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে খুলনার ওয়েস্টার্ন ইন অডিটোরিয়ামে মহানগর ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ওলামা সমাজকে এখনই সজাগ হতে হবে। যেন কেউ ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে। ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারীরা দেশের শত্রু।’
তিনি আরও বলেন, ‘জামাত-শিবির মানুষকে প্রতারিত করার নতুন কৌশল নিয়েছে। তারা মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছে। ধর্মকে ব্যবহার করে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয়। তাই তাদের এই অপচেষ্টা সফল হবে না। ৭১ সালের পরাজিত শক্তি ও চব্বিশের ষড়যন্ত্রকারী চক্র একাত্ম হয়েছে। এরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপি এ দেশের মানুষের দল, এখানে প্রতারণার জায়গা নেই। আমরা জনগণের ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।’
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী আবু নাঈম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফারুক হোসেন, সদস্য সচিব মাওলানা আবু মুসা এবং মহানগর সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আল আমিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।