পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম, ২০ জন বিএনপি কর্মী-সমর্থক এবং বাকি অনেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে তাদের হাতে ফুল ও সাংগঠনিক বই তুলে দিয়ে বরণ করা হয়।
শনিবার (৪ অক্টোবর) জেলা জামায়াতে ইসলামীর আমির ও পঞ্চগড়-১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপি নেতা নাইবুল ইসলামসহ ৪১ জন স্বেচ্ছায় ও ভালোবাসা থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। আমরা আশা করি, তারা দ্বীনের খেদমতে কাজ করবেন।’
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিরনইহাট ইউনিয়ন জামায়াতের আমির মো. মোজাফফর হোসেন। এসময় বক্তব্য দেন জেলা আমির ইকবাল হোসাইন, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন, তেঁতুলিয়া উপজেলা আমির মাওলানা আবদুল হাকিম, সেক্রেটারি মো. হাবিবুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেঁতুলিয়া উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে বিএনপি নেতা নাইবুল ইসলামের যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘নাইবুল ইসলাম ওয়ার্ড বিএনপির নেতা। তবে বাকিরা বিএনপির কেউ নন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জামায়াতে যোগদানের বিষয়ে নাইবুল ইসলাম বলেন, ‘নব্বই দশক থেকে আমি জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত ছিলাম। কিন্তু দ্বীনের খেদমত করার লক্ষ্যে সম্পূর্ণ নিজের ইচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। যোগদানের আগে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি।’