Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামাসের উদ্দেশে ট্রাম্প
আমি কোনো দেরি সহ্য করব না

আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর ২০২৫ ০০:০৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ০০:৩১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে উদ্দেশ করে বলেছেন, আমি কোনো দেরি সহ্য করব না। শনিবার (৪ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘আমি প্রশংসা করি যে জিম্মি মুক্তি এবং শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে ইসরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সব সুযোগ হাতছাড়া হয়ে যাবে।’

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘আমি কোনো বিলম্ব সহ্য করব না। যা অনেকে মনে করছে ঘটবে অথবা এমন কোনো ফলাফল মেনে নেব না যেখানে গাজা আবারও হুমকি সৃষ্টি করবে। আসুন এটি দ্রুত সম্পন্ন করি।’

বিজ্ঞাপন

প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন শনিবার সকালে গাজা শহরে তিনটি পৃথক বিমান হামলা চালানো হয়েছে। আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্রের খবর অনুযায়ী, এই হামলাগুলোর মধ্যে একটিতে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

সারাবাংলা/এইচআই

গাঁজা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর