পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের উপদেষ্টারা আরব সাগরে একটি বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য মার্কিন কর্মকর্তাদের কাছে একটি প্রস্তাব দিয়েছেন বলে বলা হয়েছে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) প্রতিবেদন।
এফটি-এর তথ্য অনুযায়ী, এই পরিকল্পনায় মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ব্যবহারের জন্য পাসনি শহরে একটি টার্মিনাল তৈরি ও পরিচালনা করার কথা ভাবছেন। পাসনি বন্দর শহরটি বালুচিস্তান প্রদেশের গওয়াদার জেলায় অবস্থিত। এটি মূলত আফগানিস্তান এবং ইরানের সীমান্ত সংলগ্ন।
এই পদক্ষেপটি এসেছে সেনাপ্রধান মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের গত সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে। সেই বৈঠকে, শেহবাজ শরিফ কৃষি, প্রযুক্তি, খনি এবং জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মার্কিন কোম্পানিগুলোর কাছে অনুরোধ করেছিলেন।
এফটি আরও জানায়, এই প্রস্তাবটি কিছু মার্কিন কর্মকর্তার কাছে উপস্থাপন করা হয়েছিল এবং গত মাসের শেষের দিকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মুনিরের বৈঠকের আগেই সেটি শেয়ার করা হয়েছিল।
এফটি-এর প্রতিবেদন অনুযায়ী, এই নকশায় বন্দরটিকে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে, এই বন্দরকে খনিজ সমৃদ্ধ পশ্চিমা প্রদেশগুলোর সঙ্গে রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করার জন্য উন্নয়নমূলক অর্থায়ন আকর্ষণের লক্ষ্য রাখা হয়েছে।