Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১১:৩৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৩:৫২

জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

ঢাকা: ঢাকায় গুলশান চেয়ারপার্সন অফিসে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় এ সাক্ষাৎ শুরু হয়েছে।

সাক্ষাতে উপস্থিত আছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান-এর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বিজ্ঞাপন

উভয় পক্ষ সাক্ষাতের সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা বিএনপি সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এনজে

জাতিসংঘ বিএনপি সাক্ষাৎ

বিজ্ঞাপন

ভালো হওয়া একটি দিনের গল্প
৫ অক্টোবর ২০২৫ ১৩:৫৪

আরো

সম্পর্কিত খবর