জামালপুর: চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’দেওয়াসহ ছয় দাবিতে জামালপুরে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। ইপিআই, আসন্ন টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন) টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বর্জন করে তারা এই কর্মসূচি পালন করছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখা। এতে সদর উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
এ সময় স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ই.পি.আই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা।
এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম ও প্রচার সম্পাদক মো. নয়ন মিয়া।