Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৬:৫০

পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।

পাবনা: পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার আয়োজনে জেলা স্কুলের সেমিনার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকতার উজ-জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাঈদ মিয়া,কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষ মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনায় শিক্ষকদের পাঁচ দফা বাস্তবায়নের দাবি তুলে ধরেন। দাবিসমূহ হলো-অনতিবিলম্বে মাধ্যমিক শিক্ষা অধিদফতর বাস্তবায়ন, এন্ট্রিপদ নবম গ্রেট বাস্তবায়ন, শিক্ষকদের বকেয়া টাইম স্কেল/সিলেকশন গ্রেট দ্রুত বাস্তবায়ন এবং শূন্য পদ সমূহ দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর