Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৮:০৮ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৯:৫১

খুলনা: বাগেরহাট-বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার সাতটি বাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসনের আশ্বাসে তা আগামী ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

খুলনা মোটরবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস জানান, দেশের পরিবহন খাত নানা সংকটে পড়েছে। অবৈধ অনুমোদনহীন বিআরটিসি গাড়ি চলাচল, মহাসড়কে ইজিবাইক–নছিমন–করিমনসহ হালকা যান চলাচল এবং উপজেলা পর্যায়ে একাধিক বাস কাউন্টার স্থাপন—এসব কারণে দীর্ঘদিন ধরে বৈধ পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এসব সমস্যার সমাধানে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে বরিশালসহ পাঁচ জেলার সাতটি সমিতির জরুরি সভা হয়। সেখানে সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ যান চলাচল বন্ধ ও দূরপাল্লার রুটে নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার দাবি জানানো হয় এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা দিয়ে দাবিগুলো মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

গফ্ফার বিশ্বাস বলেন, ‘আজ (রোববার) প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে, আগামী ১৫ দিনের মধ্যে দাবিগুলো পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সারাবাংলা/এসএস

খুলনা জেলা ধর্মঘট পরিবহন স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর