লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দুপুরে মায়ের হত্যাকারী নিমাইকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুন্নবী। এর আগে, শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে নিহতের বাড়ি বড়বাড়ির শিবরাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সুশীলা কর্মকার (৫৫)। তিনি ওই এলাকার স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নিমাই কর্মকার বড়বাড়ী বাজার এলাকায় গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দু’একজনকে আঘাত করে।
পরে মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে ঘটনাস্থলে গেলে নিমাই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাড়ি ফেরার পথে হঠাৎ ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিমাই কর্মকারকে আটক করে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুন্নবী জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
এদিকে, ছেলের হাতে মায়ের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।