Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২০:১০ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ২২:২৩

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল

খুলনা: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যদি কখনও জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরেও ঘুরবে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে খুলনার তেরখাদা উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

৭১-এর স্মৃতি স্মরণ করে হাবিব-উন-নবী খান সোহেল প্রশ্ন রাখেন “যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মাকে-বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কী মুখে ভোট চায়?” ‘যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’- এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদার উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন— বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তা-ঘাট উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, এবং বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল এলাকার পুনর্গঠন করা হবে।

তিনি আরও বলেন, তেরখাদার শিক্ষার হার বর্তমানে ৬৫ শতাংশ, যা বৃদ্ধি এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে পরবর্তী সরকারের অগ্রাধিকার। তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকারে এলে এক বছরের মধ্যে দেশে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ,সদস্য সচিব নাজিমুজ্জামান জনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড মোমরেজুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাউসার আলী, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আউর রহমান রনুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

সারাবাংলা/এসএস

এলে ক্ষমতা জামায়াত মুসলমান লাগবে সার্টিফিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর