Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২১:০৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ২২:১৭

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘এই সরকারের আমলেই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে, কারণ ভবিষ্যতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অন্য কোনো সরকার চাইলে এটি বাতিল করে দিতে পারে।’

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের চতুর্থ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

তুষার বলেন, ‘জনগণের অভিপ্রায়ের প্রতিফলন নিশ্চিত করতে এই সরকারের পক্ষেই দায়িত্ব পালন করা উচিত। জাতীয় নির্বাচনের দিন সাধারণ ভোটের পাশাপাশি গণভোটের জন্য একটি আলাদা ব্যালট থাকবে। সেখানে জনগণ জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে বা বিপক্ষে মত দিতে পারবে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। “ভাষাগত পার্থক্য ছাড়া জুলাই সনদের মূল কাঠামো ও আইনি ভিত্তির প্রশ্নে দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে,’ বলেন তুষার।

এনসিপি নেতা জানান, যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, সেগুলোকে সম্মিলিত ঐক্যমতের অংশ হিসেবেই বিবেচনা করা যেতে পারে। “এই প্রক্রিয়ায় একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ঐকমত্যকে আইনগত রূপ দেওয়া সম্ভব।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘যদি সব রাজনৈতিক দল একমত হয়, তাহলে জনগণও গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দেবে।’

সারাবাংলা/এফএন/এসএস

অন্তর্বর্তী সরকার আইনি এনসিপি চায় জুলাই সনদ ভিত্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর