Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাবার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২১:২১

লিখিত বক্তব্য পাঠ করছেন মো. কামাল আহমদ কাবুল। ছবি: সংগৃহীত

সিলেট: স্ত্রী ও ছাত্রলীগ নেতা পুত্রের বিরুদ্ধে মিথ্যাচার ও নির্যাতনের অভিযোগ করেছেন সিলেট নগরের ৪০ নম্বর ওয়ার্ডের মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. কামাল আহমদ কাবুল।

রোববার (৫ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মো. কামাল আহমদ জানান, স্ত্রী সাহিদা সুলতানা ও ছেলে জান্নাতুল নাঈম গত ২ অক্টোবর সংবাদ সম্মেলন করে তিনিসহ তার ভাই-বোনদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। এ সময় মোগলাবাজার থানার একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তারা মিথ্যাচার করেছে।

তিনি বলেন, তার বোন ফাতেহা বেগম, আয়েশা ছিদ্দিকা, ছোট ভাই ইকবাল আহমদ বাবুল ও শাহীন আহমদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ অসৎ উদ্দেশে, যা শাক দিয়ে মাছ ঢাকার শামিল।

বিজ্ঞাপন

কামাল আহমদ কাবুল বলেন, তিনি দীর্ঘদিন থেকে ব্রেইন স্টোক করে প্যারালাইসিসে ভুগছেন। চিকিৎসার সকল ব্যয় বহন করেন তার ছোট ভাই পুর্তুগাল প্রবাসী শাহীন আহমদ ও বোন ফাতেহা বেগম এবং আয়েশা। তার প্রবাসী ভাই শাহীন আহমদকে যুবলীগ নেতা উল্লেখ করা হয়েছে।

অথচ শাহীন দীর্ঘ ৮ বছর যাবৎ পর্তুগাল প্রবাসী এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, তার ছেলে জান্নাতুল নাঈম নিষিদ্ধ সংগঠন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। এ ব্যাপারে তার কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্ত্রী কাবিনের যে জায়গা নিয়ে অভিযোগ করেছে সেই জায়গা দিতে তিনি কখনোই অস্বীকার করেননি। পারিবারিক এই সম্পত্তি এখনো বণ্টন হয়নি। কথা ছিল তার ছোট ভাই শাহীন প্রবাস থেকে দেশে এলে জায়গা ভাগ বাটোয়ারা হবে। কিন্ত তার আগেই স্ত্রী সাহিদা সুলতানা এ ব্যাপারে মামলা করেছেন।

গত ২৪ জুলাই তার ভাই দেশে আসার পর থেকে সাহিদা ও নাঈম তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা শাহীনকে শারীরিকভাবেও লাঞ্চিত করেছে। গত ১৭ সেপ্টেম্বর শাহীনের সঙ্গে দুর্ব্যবহার করে ও পরনের টি-শার্ট ছিঁড়ে ফেলে নাঈম। এ ঘটনায় মোগলাবাজার থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।

কামাল আহমদ অভিযোগ করে বলেন, তিনি অনেকবার ছেলের হাতে শারীরিকভাবে লাঞ্চিত হয়েছেন। নাঈম তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। অসুস্থ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্ত্রী-পুত্র কোনো সেবা যত্ন করে না। তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে প্রশাসনসহ এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সারাবাংলা/জিজি

ছাত্রলীগ নেতা বাবার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর