Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২১:৪৪ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ০১:১৩

বিএনপির মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশালের ঝালকাঠিতে বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী। রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাত হোসেনের হাতে ফুলেরতোড়া দিয়ে স্থানীয় খাজুরা, ভীমরুলী ও ছত্রিশ গ্রামের প্রায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী এই নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস.এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাড. নাসিমুল হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মো. মিজানুর রহমান মুবিন, কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপল, সাধারণ সম্পাদক শরিফুল হক প্লেটো, জেলা তাতী দলের সভাপতি বাচ্চু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু প্রমুখ। মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অমিত, সঞ্জয়, গীতা মন্ডল, পুলক প্রমুখ।

বিজ্ঞাপন

বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, একসঙ্গে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষের বিএনপিতে যোগদান শুধু সাংগঠনিক শক্তিই বাড়াবে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও দলটির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।

মতবিনিময় সভায় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা সবাই এ দেশের সন্তান। ধর্ম–বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকাই আমাদের লক্ষ্য। বিএনপি গণমানুষের দল। তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’

সারাবাংলা/জিজি

বিএনপিতে যোগদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর