শ্রীমঙ্গল: পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগান থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
রোববার (৫ অক্টোবর) দুপুরে চা বাগানে কর্মরত চা শ্রমিকরা প্রথমে সাপটিকে দেখতে পায়। এর পর তারা আতঙ্কিত হয়ে বাগান ব্যবস্থাপকে বিষয়টি জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক সাদিকুর রহমান ও খাইছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক আবু নাসির মো. জামান নাহিদ। তখন তারা বিষয়টি জানান শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন। স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি।
উদ্ধার করার পর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।