Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুতই দেশে ফিরব: বিবিসি সাক্ষাৎকারে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১০:৪৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১২:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘শারীরিকভাবে হয়তো ব্রিটেনে রয়েছি, কিন্তু মন-মানসিকতায় আমি ১৭ বছর ধরেই বাংলাদেশে আছি।’ তিনি আরও জানান, ‘কিছু সঙ্গত কারণে দেশে ফেরা সম্ভব হয়নি, তবে ফেরার সময় তো চলে এসেছে, দ্রুতই দেশে ফিরব ইনশাআল্লাহ।’

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের প্রথম পর্বে তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে। তিনি বলেন, ‘নির্বাচনের সময় জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজেকে সেই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি বা দল নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই প্রকৃত মাস্টারমাইন্ড।’

তিনি আরও বলেন, ‘বিএনপি শুরু থেকেই বিশ্বাস করে এসেছে—যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরবে।’ তারেক রহমান জানান, ‘বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল, তবে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। আমরা আস্থা রাখতে চাই, সরকার নির্বাচন অনুষ্ঠানে সব রকম উদ্যোগ নেবে।’

সারাবাংলা/এফএন/এনজে

তারেক রহমান বিবিসি

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
৬ অক্টোবর ২০২৫ ১২:১৭

আরো

সম্পর্কিত খবর