Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৯:০৪

নরসিংদী জেলার শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা

ঢাকা: সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। এর আগে, রোববার রাতে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা।

তালেবুর রহমান বলেন, ‘সরকারবিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন