Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে চলতি ব্যয় মেটাতে এসএমইগুলো বছরে ৩ হাজার ডলার নিতে পারবে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৮:৫২

ঢাকা: বিদেশে চলতি ব্যয় মেটাতে দেশের ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো (এসএমই) বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার বা সমপরিমাণ অর্থ নিতে পারবে।

ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে রোববার (৫ অক্টোবর) এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, এসব রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।

প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে একটি রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চাইলে তাদের মনোনীত কর্মকর্তার নামে এই কার্ড নিতে পারবে। প্রাথমিকভাবে এই কার্ডে সর্বোচ্চ ৬০০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা অনলাইনে চলতি ব্যবসায়িক খরচ পরিশোধে ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন

তবে ব্যাংকিং চ্যানেল ও কার্ড- এ দুই মাধ্যমে মিলিয়ে বছরে মোট অর্থপ্রেরণ সীমা তিন হাজার ডলারের বেশি হতে পারবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর