খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলায় সুফিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার শান্তিনগর গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ পাওয়া যায়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম জানান, সুফিয়া বেগমের মাথা, কপাল ও কানের গোড়ায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।