Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৮:১৯

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের চিত্র। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য নুর ইসলাম, লিটন ইসলাম, আতিকুজ্জামান আতিক, বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের সদস্য সোহেল রানা, ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক কোটি মানুষের আস্থার জায়গা। কিন্তু, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের লুটেরা এই ব্যাংকটি থেকে হাজারো কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। অবিলম্বে সেই টাকা ফেরত আনতে হবে। একটি অঞ্চলের হাজারো মানুষকে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাংকে। অথচ মানসম্মত একটি চাকরি মেধাবীরা পায়নি। তাই অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। তা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সারাবাংলা/জিজি

অবৈধ নিয়োগ বাতিল ব্যাংকিং সেক্টর মানববন্ধন ও বিক্ষোভ