Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচ্ছেদের পর সন্তান পেতে মামলা
আদালতে হাজিরা দিতে এসে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৯:৫১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ২১:১৫

সুনামগঞ্জ: সন্তান হেফাজতের মামলার হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শরীফা আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে ধর্মপাশা উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের সঙ্গে শরীফা আক্তারের বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর মেয়ের হেফাজত চেয়ে আক্তার হোসেন আদালতে মামলা করেন। সোমবার ছিল সেই মামলার হাজিরার দিন।

বিজ্ঞাপন

সাক্ষ্যগ্রহণের আগে আদালত প্রাঙ্গণে শরীফার ওপর আক্তার হোসেন হামলা চালান। ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

গুরুতর আহত অবস্থায় শরীফাকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’

সারাবাংলা/এসএস

আদালত ছুরিকাঘাত নিহত সাবেক স্বামী স্ত্রী হাজিরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর