Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ সারাদেশে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১১:৫৬

বৃষ্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের শেষ বৃষ্টিবলয় ‘প্রবাহে’ প্রবেশ করেছে বাংলাদেশ। যার ফলে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে কম-বেশি। সে বৃষ্টিপাত আজও অব্যহত আছে।

এরইমধ্যে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ দিয়েছেন এক দুঃসংবাদ জানিয়েছেন। সোমবার দিবাগতের রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রপাতের শঙ্কার খবর।

সোমবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন।

তিনি তার পোস্টে জানিয়েছেন, ‘সোমবার দিবাগত রাত ১টা বেজে ৪৫ মিনিটের পর থেকে পর থেকে মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ঢাকা
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ
ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট
খুলনা বিভাগ: মাগুরা
বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা
চট্রগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া
রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা।

সারাবাংলা/এফএন/ইআ

বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর