Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর কাঠামো পুনর্বিন্যাসে ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৪:৩০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৬

ঢাকা: দেশের কর ব্যবস্থার কাঠামোগত সমন্বয় এবং উন্নয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায়পূর্বক কর-জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য মাত্রায় উন্নীত করতে ৯ সদস্য বিশিষ্ট ‘জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ গঠন করেছে সরকার। গঠিত এ জাতীয় টাস্কফোর্স আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের সুপারিশ সম্বলিত চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা বরাবর জমা দেবে।

সোমবার (০৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গঠিত জাতীয় টাস্কফোর্সের সভাপতি হলেন- পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আইআরডি’র যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী।

বিজ্ঞাপন

টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা হচ্ছেন- ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রফেসরিয়াল ফেলো ড. সুলতান হাফিজ রহমান; কানাডার মন্ট্রিয়ালের কনকর্ডিয়া ইউনিভার্সিটি’র প্রফেসর এমিরিটাস ড. সৈয়দ মইনুল আহসান; বাংলাদেশ কৃষি ব্যাংক-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন ও ইকোনমিক রিসার্চ গ্রুপ-এর নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির। এছাড়া দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র একজন প্রতিনিধি, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন প্রতিনিধি এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একজন প্রতিনিধি টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকছেন।

প্রজ্ঞাপনে টাস্কফোর্সের কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, গঠিত জাতীয় টাস্কফোর্স কর-জিডিপি’র অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে কর কাঠামোর প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে; দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহিঃবাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদে আশু করণীয় সম্পর্কে সুস্পষ্ট সুপারিশ প্রণয়ন করবে।

সারাবাংলা/এসআর

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর কাঠামো পুনর্বিন্যাসে জাতীয় টাস্কফোর্স গঠন প্রজ্ঞাপন জারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর