Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদার্থে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৮:০৮

জন ক্লার্ক, মিচেল এইচ ডেভোরেট ও জন এম মার্টিনিস।

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা হলেন—জন ক্লার্ক, মিচেল এইচ ডেভোরেট ও জন এম মার্টিনিস। তারা তিনজনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় কর্মরত। তবে মিচেল এইচ ডেভোরেট ইয়েল ইউনিভার্সিটির সঙ্গেও যুক্ত।

মঙ্গলবার (৭ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই ঘোষণা দেয়।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বৈদ্যুতিক সার্কিটে বৃহদাকারের কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং ও শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য’ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

এর আগে, গত বছর কৃত্রিম ‘নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে তোলার’ মৌলিক আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পান জন হপফিল্ড ও জিওফ্রে হিনটন। জন হপফিল্ড যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এবং জিওফ্রে হিনটন কানাডার ইউনিভার্সিটি অব টরোন্টোর অধ্যাপক।

বিজ্ঞাপন

২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্রের পিয়েরে অগস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউস এবং সুইডেনের অ্যানে হুইলিয়ে। আলোর স্বল্পতম স্পন্দন তৈরি করে অতি সংক্ষিপ্ত মুহূর্তকে বন্দী করার কৌশল নিয়ে গবেষণা করার স্বীকৃতি হিসেবে তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

সারাবাংলা/ইআ

পদার্থবিজ্ঞানে নোবেল রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স