Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৮:৫১

মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেঙ্গু ইউনিট। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৭১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৫৮ এবং এবং নারী ২৫৭ জন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪২, ঢাকা উত্তর সিটিতে ১৪১, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৪, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৫১ হাজার ৪০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২১৭ জনের।

এর আগে, গতকাল সোমবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় তিন জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর