রংপুর: রংপুর-৩ (সদর) আসনের উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট রূপকল্প তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে পরামর্শ সভা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের নেতা সামসুজ্জামান সামু।
‘সমৃদ্ধ রংপুর’ শীর্ষক এই সভা রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় তিনি রংপুরের দীর্ঘদিনের অবহেলা দূর করে অঞ্চলটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ১৯টি প্রস্তাবনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, অধ্যক্ষ মকবুল হোসেন, সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান ও রেজাউল করিম লাবলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের প্রতিশ্রুতি দিয়ে সামসুজ্জামান সামু তার লিখিত বক্তব্যে বলেন, ‘স্বাধীনতার পর থেকে রংপুর-৩ আসনের নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার মানুষের প্রত্যাশিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন।’ তিনি ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের মাধ্যমে এই অঞ্চলকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
তার প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে:
তরুণদের জন্য সুযোগ সৃষ্টি: তরুণদের স্বনির্ভর করতে বিকল্প কর্মক্ষেত্র তৈরি, শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ সুবিধা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি।
শিল্প ও অর্থনীতির উন্নয়ন: শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক বন্ধ্যাত্ব দূর করা, জাতীয় বাজেটে রংপুরের জন্য ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপন।
শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রগতি: রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, রংপুর মেডিকেল কলেজের সক্ষমতা বাড়ানো এবং স্বাস্থ্য বীমা চালু।
নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণ: নারীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ, শ্যামাসুন্দরী খালকে পরিবেশবান্ধব করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নদী-নালা ও জলাশয় রক্ষা।
তথ্যপ্রযুক্তি ও পর্যটন: রংপুরকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পর্যটন এলাকার উন্নয়ন।
কৃষি ও ঐতিহ্যের প্রসার উল্লেখ করে সামসুজ্জামান সামু কৃষির আধুনিকায়ন, হাড়িভাঙ্গা আম ও আলুর মতো কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ ও রফতানি সহজীকরণের ওপর জোর দেন। তিনি রংপুরের ঐতিহ্যবাহী খাদ্য ও লোক সংস্কৃতির সংরক্ষণ এবং বিশ্ব দরবারে তুলে ধরার পরিকল্পনাও তুলে ধরেন।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে তিনি নগরায়ন ও আবাসন পরিকল্পনা, আইসিটি খাতে অগ্রাধিকার, শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে রংপুরের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করবেন। এ ছাড়া ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীরা সামসুজ্জামান সামুর এই উন্নয়নমুখী রূপকল্পের প্রশংসা করেন এবং রংপুর-৩ আসনের জনগণের জন্য একটি সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেতা সামু।