Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় ইলিশ শিকার
লক্ষ্মীপুরে ৮ জেলে আটক, নৌ পুলিশসহ আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১২

আটক জেলেরা।

লক্ষ্মীপুর: ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ায় ৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

এ সময় জেলেদের হামলায় মজুচৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোবারক হোসেন এবং ওম প্রকাশ দে আহত হন। একই সময় পুলিশের হাত থেকে পালাতে নদীতে ঝাঁপ দিয়ে দুই জেলেও আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের কাটাখালী সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাদের হামলায় দুই কনস্টেবল আহত হন। এ সময় নদীতে ঝাঁপ দিয়ে মো. হেলাল ও মো. বাবলু নামে দুই জেলেও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহত হেলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবলুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযানে জেলেদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি কাঠের বৈঠা ও ১০টি পোড়া মাটির চাক্কি জব্দ করা হয়।

লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আজিজুল হক বলেন, ‘সরকারি কাজে বাধাসহ দুই সদস্য আহত এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুম ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সারাবাংলা/এসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর