ঢাকা: অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আসছে বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারাও জানিয়েছে ফেব্রুয়ারিতে-ই নির্বাচন হবে। এমন ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের ভেতর নির্বাচনের আমেজ বিরাজ করছে। আর এই আমেজ আরও চাঙ্গা করতে মাঠে নামতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১০ বছর পর ফের রাজনীতির মাঠে দেখা যাবে তাকে। বিএনপির দলীয় সূত্র এমনটিই জানিয়েছে।
সূত্রমতে, খালেদা জিয়ার নির্বাচনি সফরের জন্য জাপান থেকে আনা হচ্ছে একটি বুলেটপ্রুপ বিশেষায়িত মিনিবাস। ৮১ বছর বয়সী খালেদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় গাড়িটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ৫ অক্টোবর গাড়িটি আমদানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও আনা হবে বিশেষভাবে তৈরি বুলেটপ্রুপ গাড়ি।
জানা গেছে, বিশেষভাবে তৈরি আমদানি করা বুলেটপ্রুপ মিনিবাসে করে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি সফরে যাবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আগের মতোই থাকবেন তার ব্যক্তিগত নিরাপত্তাবাহিনী সিএসএফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসব সফরে বিভিন্ন জেলায় যাত্রা বিরতি ও বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।
দলের দায়িত্বশীল সূত্র জানায়, বেগম খালেদা জিয়া নিজেই নির্বাচনের মাঠে নামার ইচ্ছা পোষণ করেছেন। তিনি মাঠে নামা মানেই দলের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার। যা আগামী নির্বাচনে দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
এ বিষয়ে দলীয় কার্যালয়ের কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার ভ্রমণসূচি তৈরে করছেন বলে জানা গেছে। তবে সবকিছু নির্ভর করছে তার শারিরীক অবস্থার ওপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৬ অক্টোবর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়া সম্পূর্ণ তার শারিরীক অবস্থার ওপর নির্ভর করছে।’
এদিকে মিডিয়া সেল সূত্র বলছে, তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত হবে, খালেদা জিয়া সরাসরি মাঠে নেমে নির্বাচনি প্রচার চালাবেন, না কি ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সূত্রটি বলছে, খালেদা আপাতত দলের মনোনয়নপ্রত্যাশী নেতা ও সিনিয়র নেতাদের সঙ্গে রাজনৈতিক ও নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেছেন।
জানতে চাইলে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এখনো পরিপুর্ণ সুস্থ নই। ম্যাডামের (খালেদা জিয়া) গাড়ি ও প্রচারে অংশ নেওয়ার বিষয়ে তাই আমি কোনো কিছু বলতে পারছি না।’
তবে দলীয় প্রচার কমিটি বলছে, বিএনপি চেয়ারপারসনের শারিরীক অবস্থা ভালো থাকলে কয়েক সপ্তাহের মধ্যে তিনি নির্বাচনি প্রচারে নামতে পারেন।