রাজবাড়ী: ‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) জেলা শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এই দিবস উদযাপন করা হয়।
জাতীয় কন্যা শিশু দিবসে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি পূর্ণিমা দত্ত, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাস এর নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আজমীর হোসেন।
বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, সমাজে কন্যা শিশু-বান্ধব মনোভাব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘কন্যা শিশু সমাজের বোঝা নয়। তারা পুরুষদের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে হবে। কন্যাশিশুরা শিক্ষিত হলে সমাজ আলোকিত হবে। আর সমাজ আলোকিত হলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। এজন্য প্রতিটি কন্যাশিশু যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়, জীবন গড়ার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে।’
আলোচনা সভা শেষে রাজবাড়ী সদর উপজেলার ৫৫টি স্বেচ্ছাসেবী সমিতির মাঝে চেক বিতরণ করেন অতিথিরা।