চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহীম রনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন তারা।
এতে বলা হয়েছে, মো. ইব্রাহীম রনি দুপুরে শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা ভবন) ইতিহাস বিভাগের ৩২৩ নম্বর কক্ষে প্রায় ২০ মিনিট ধরে সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। যা চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহীম রনি সারাবাংলাকে বলেন, ‘আমি আমার ডিপার্টমেন্টের কাজে গিয়েছিলাম, নির্বাচনি কোনো প্রচার চালাতে যাইনি। সেখানে কিছু শিক্ষার্থী আমাদের অ্যালামনাইয়ের বিষয়ে প্রশ্ন করেছিল, আমি শুধু সেটার উত্তর দিয়েছি। তাছাড়া অভিযোগপত্রে যে ২০ মিনিট বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি মাত্র কয়েক মিনিট ছিলাম সেখানে।’
এ বিষয়ে জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক প্রধান অধ্যাপক মনির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি পেয়েছি। অভিযোগপত্রটি আচরণবিধি দেখাশোনার জন্য যে কমিটি রয়েছে, তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি এখন তারা দেখবে।’