Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদুল আলমকে ইসরায়েলে আটকের ঘটনায় বিএনপির গভীর উদ্বেগ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৯:৪০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:২৬

বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম।

ঢাকা: প্রখ্যাত আলোকচিত্র সাংবাদিক শহীদুল আলমকে ইসরায়েল কর্তৃপক্ষের আটক করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদুল আলম গাজায় যুদ্ধবিধ্বস্ত ও অসহায় ফিলিস্তিনিদের সহায়তা করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন। এমন মানবিক উদ্যোগে অংশ নিতে গিয়ে তাকে আটক করা অত্যন্ত দুঃখজনক।’

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় রিজভী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “শহীদুল হক নিজের জীবনের পরোয়া না করে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে গিয়েছেন। এমন সাহসী পদক্ষেপে তিনি প্রমাণ করেছেন, বাংলাদেশিরা মানবতার পক্ষে দাঁড়াতে পিছপা নয়। তিনি শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন সাহসী বীর।”

মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য নিয়েও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, “তারেক রহমানের মার্জিত বক্তব্যে আমাদের অনেক শিক্ষণীয় দিক রয়েছে। তিনি কারো বিরুদ্ধে অশোভন বক্তব্য দেননি। রাজনীতি মানে কাউকে ছোট করা নয়, রাজনীতিতে আদর্শ ও ভদ্রতা থাকা উচিত। কিন্তু শেখ হাসিনার আমলে রাজনৈতিক শিষ্টাচার একেবারে বিলুপ্ত হয়ে গেছে।”

রিজভী অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের শাসনামলে ড্যাব নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই চাকরিচ্যুত হয়েছেন, বিদেশ গমন থেকে বঞ্চিত হয়েছেন, এমনকি তাদের পদন্নোতি বন্ধ করে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের দমন করতে জুনিয়রদের দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে, যার ফলে মেধা ও দক্ষতা ধ্বংসের দিকে গেছে।”

বাংলাদেশের স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা তুলে ধরে রিজভী বলেন, “বেসরকারি একটি জরিপে দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় ৪০ লাখ রোগী হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। ৭০ শতাংশ সাধারণ মানুষ অক্সিজেন সেবা থেকে বঞ্চিত।” তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ড্যাবের পরামর্শ নিয়ে দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাবে এবং চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

সভায় ড্যাবের নবনির্বাচিত সভাপতি ডা. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোন, সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রফেসর আবুল কেনাল, ডা. পারভেজ রেজা কাকন, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. মেহেদী হাসান, ডা. জাহিদুল কবির, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মাসুদুল ইসলাম জিতু, ডা. সৈয়দ আকরাম হোসেন, ডা. রুস্তম আলী মধু, ডা. নিলুফার ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা তুলে ধরে রিজভী বলেন, “বেসরকারি একটি জরিপে দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় ৪০ লাখ রোগী হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। ৭০ শতাংশ সাধারণ মানুষ অক্সিজেন সেবা থেকে বঞ্চিত।” তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ড্যাবের পরামর্শ নিয়ে দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাবে এবং চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

সভায় ড্যাবের নবনির্বাচিত সভাপতি ডা. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোন, সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রফেসর আবুল কেনাল, ডা. পারভেজ রেজা কাকন, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. মেহেদী হাসান, ডা. জাহিদুল কবির, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মাসুদুল ইসলাম জিতু, ডা. সৈয়দ আকরাম হোসেন, ডা. রুস্তম আলী মধু, ডা. নিলুফার ইয়াসমিন প্রমুখ।

এর আগে, দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে মিডিয়া বিষয়ক বিভিন্ন আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবুর রহমান শামীম, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সৈয়দ শাহীন শওকত, অনিন্দ্র ইসলাম অমিত, শরীফুল আলম, সেলিমুজ্জামান সেলিম, আকন কুদ্দুসর রহমান, আব্দুল খালেক, মিফতাব উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক আমিনুল ইসলামসহ আরও অনেকে।

বৈঠকে সাংগঠনিক নির্দেশনা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আটক ইসরায়েল বিএনপি শহীদুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর