Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হয়রানি হলে ব্যবসায়ীদের অনলাইনে অভিযোগের পরামর্শ এনবিআর চেয়ারম্যানের

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:২৫

-ছবি : সারাবাংলা

ঢাকা: কোনো রাজস্ব কর্মকর্তা ব্যবসায়ীদের হয়রানি করলে অনলাইনে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একই সঙ্গে ব্যবসায়ীদের অনিয়ম ও হয়রানি সহ্য না করার আহবান জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা এনবিআর-এর নির্দেশ মানেন না।

বুধবার (৮ অক্টোবর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। এবারের আয়োজনে ব্যবসায়ী অংশীজন হিসাবে অংশ নেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নেতারা। এনবিআর চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা নির্দেশনা দেই, মাঠ পর্যায়ে অনেক সময় তা মানে না। আপনারা সহ্য করেন কেন? আপনাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আপনারা অনলাইনে অভিযোগ দেবেন। কাস্টমস হাউজগুলোতে অনিয়ম বেশি হয়। আমরা অতিরিক্ত ট্যাক্স জোর করে আদায় কর‍তে চাই না।’

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন,’ আপনাদের টাকায় তাদের বেতন হয়। তারা সরকারের নির্দেশও মানবে না। আর আপনারা এটা সহ্য করবেন? আপনারা যতো সহ্য করবেন, তারা ততো বেশি অনিয়ম করবে। আপনাদের এটা (সহ্যের ক্ষমতা) চেঞ্জ করতে হবে। আপনাদের এই জায়গা থেকে সরতে হবে। আপনাদের কমপ্লেইন করতে হবে। অভিযোগ তো আপনারা অনলাইনে করতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এখন অনেক অভিযোগ পাচ্ছি। বিশেষ করে কাস্টমস হাউজগুলোতে অভিযোগ সবচেয়ে বেশি।
আজকের এই বৈঠক থেকে সবগুলো বিষয় নিয়ে সুয়ামোটো দেবে। সবগুলো নিয়ে ব্যাখ্যা দেবেন। এরপরেও যদি কেউ অন্যায় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

একদিন-দুইদিনের মধ্যে শুল্ক স্টেশন থেকে পণ্য ছাড়তে হবে, সময় ক্ষেপনের মাধ্যমে ব্যবসায়ীদের ডেমারেজ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।

সারাবাংলা/ইএইচটি/এসআর

‘মিট দ্য বিজনেস’ এনবিআর চেয়ারম্যান ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর