Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২১:২৬ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২৩:৫১

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের চিত্র। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার টুনিরহাট শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

নিরহাট জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

উদ্বোধনী ম্যাচে নীলফামারীর জলঢাকার খান ব্রাদার্স ফুটবল একাডেমি ২-০ গোলে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি তোফায়েল প্রধানের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, ইউনিয়ন জামায়াতের আমির ইউনুস আলী, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক শাহ মো. মোতাহার আলী, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া, মোবাইল গেম, মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে খেলামুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলার মাধ্যমে সামাজিক নোংরামি, অপসংস্কৃতি দূর হবে। সবাই খেলামুখী হবে। মেধা ও মননের বিকাশ লাভ করবে। আগামীতে আরো বড় পরিসরে খেলা অনুষ্ঠিত হবে বলে আশা আয়োজকদের।

এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটবলপ্রেমীরা উপভোগ করেন দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ, টুনিরহাট বাজার বণিক সমিতি ও লাল তরুণ স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এই আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট পরিচালনা করছেন টুনিরহাট ফুটবল একাদশের সভাপতি নুর ইসলাম নুরু ও সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ প্রধান জুয়েল।

সারাবাংলা/জিজি

টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট