Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে টাইফয়েড টিকাদানের আওতায় ১০ লাখের অধিক শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৫:০১ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৬:৩৯

কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলে সাংবাদিকদের অংশগ্রহণে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু।

জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিব মোল্লা এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

কর্মশালায় জেলা সিভিল সার্জন জানান, টাঙ্গাইল জেলায় মোট চার হাজার ৪০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু পর্যায়ক্রমে টাইফয়েড টিকার আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান অভিযানের সাফল্য নিশ্চিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ভুল তথ্য প্রতিরোধে গণসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। সেই সঙ্গে শিশুর টিকা গ্রহণে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর