এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্টকহোমে সুইডিশ অ্যাকাডেমি এই ঘোষণা দেয়।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ক্রাসনাহোরকাইকে তার গভীর, দূরদৃষ্টিসম্পন্ন সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত করা হয়েছে, যা প্রলয়ের ভয়াবহতার মধ্যেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করে।
লাসলো ক্রাসনাহোরকাইয়ের সাহিত্য মানবজীবনের অস্তিত্ব সংকট, ধ্বংস, বিশ্বাস ও উদ্ভাসনের মিশ্রণে তৈরি এক অনন্য জগৎ। তার বিখ্যাত উপন্যাসগুলো— সাটানটাঙ্গো (Satantango), দ্য মেলাঞ্চলি অফ রেজিস্টেন্স (The Melancholy of Resistance) এবং ব্যারন বেনক্খেইম’স হোমকামিং (Baron Wenckheim’s Homecoming)। লাসলোর সাহিত্যকর্ম দীর্ঘ ও ছন্দময় বাক্যে লেখা, যা বিশৃঙ্খলার মধ্যেই মানবতার সৌন্দর্য ও টিকে থাকার শক্তিকে ফুটিয়ে তোলে।
উল্লেখ্য, ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং।