Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ’র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এনসিপির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৯:৪৫

আইএমএফ’র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এনসিপির সাক্ষাৎ

ঢাকা: এনিসিপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেনছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশের নবনিযুক্ত রেসিডেন্স রিপ্রেজেনটেটিভ ম্যাক্সিম ক্রিশকো।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বাংলামোটরস্থ এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশে আইএমএফের কর্মকাণ্ড ও চলমান অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি ও এনসিপির অর্থনৈতিক নীতি নিয়ে বিশদ আলোচনা হয়। কর্মসংস্থানবিষয়ক কর্মসূচি, কাঠামোগত সংস্কার, কৃষকদের ভর্তুকি, জনস্বাস্থ্য ও শিক্ষানীতি এবং সরকারের ফিসকাল ও আর্থিক নীতি নিয়ে এনসিপির কর্মপন্থা আলোচনায় প্রাধান্য পায়।

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে ২৪ দফার আলোকে কিভাবে ভবিষ্যতে আর্থিক খাতে কাজ করা হবে এবং সংস্কারকে টেকসই করার জন্য কাজ করা হবে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা ও এনসিপির অবস্থান তুলে ধরা হয়।

এনসিপির পক্ষ থেকে যুগ্ম সদস্য সচিব ও আলাউদ্দীন মোহাম্মদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান জোহান ও ট্রেজারার সাইফ মুস্তাফিজ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই

আইএমএফ এনসিপি ম্যাক্সিম ক্রিশকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর