ঢাকা: সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
এর আগে গত ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার সর্বনিম্ন ৩ দশমিক ৪৫ শতাংশ হয়েছিল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে।
বিবিএস এর হিসাব মতে, ২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৭৮ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ১০ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।
বিবিএস জানায়, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৯৬ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ এবং সর্বশেষ চতুর্থ প্রন্তিকে ছিল (এপ্রিল-জুন ২০২৫) ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে প্রান্তিক ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৫ দশমিক ৮৭ শতাংশ, ৪ দশমিক ৪৭ শতাংশ, ৪ দশমিক ৬২ শতাংশ ও ২ দশমিক ১৪ শতাংশ।