Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের হারের দায় কার ওপর চাপালেন কোচ?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ০৯:১৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১২:০৪

আশা জাগিয়েও হারল বাংলাদেশ দল

হংকংয়ের বিপক্ষে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন থেকে মাত্র কয়েক সেকেন্ড দূরে দাঁড়িয়ে ছিলেন তারা। ৩-১ এ পিছিয়ে থাকা বাংলাদেশ ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়বে, ঠিক এমন সময় গোল হজম করে ৪-৩ গোলের হারের হতাশায় ডুবেছেন হামজা চৌধুরীরা। এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, এমন হারের দায় দল ও কোচ দুই পক্ষেরই।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটের মাথায় হামার দুর্দান্ত এক ফ্রি কিকে লিড পায় বাংলাদেশ। সেই লিড অবশ্য হাফ টাইমের ঠিক আগে হারিয়ে ফেলেন হামজারা। ৪৫ তম মিনিটে গোল হজম করে ১-১ ব্যবধানের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল খেলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। ৩-১ ব্যবধানের হারের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তারা। তবে শেষ ৫ মিনিটের নাটকীয়তায় দুই গোল শোধ করে অবিশ্বাস্য এক ড্রয়ের খুব কাছেই পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। মোরসালিন ও শমিতের দুই গোলে যখন আনন্দে ভাসছে বাংলাদেশ, ঠিক তখনই শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আবার গোল হজম করে ৪-৩ ব্যবধানে ম্যাচ হেরে বসে বাংলাদেশ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাবরেরা বলছেন, হারের দায়টা পুরো দলের, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’

এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচে শুধু ভারতের সঙ্গেই ড্র করেছেন তারা, বাকি দুই ম্যাচে এসেছে পরাজয়। এতে বাংলাদেশের পয়েন্ট মাত্র এক, বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতেই আছেন হামজারা।

এমন হারের পরও আশাবাদী হওয়ার মতোই কিছু এই ম্যাচে খুঁজে পেয়েছেন কাবরেরা, ‘এই হারের কারণ বুঝিয়ে বলা কঠিন, তবে শুরুটা ভালোই ছিল। গুছিয়ে উঠতে আমাদের কিছুটা সময় লেগেছে। কিন্তু প্রথম পাঁচ মিনিটের পর আমরা দারুণ খেলেছি। আমার এখানে আসার পর থেকে সম্ভবত এটিই সবচেয়ে ভালো প্রথমার্ধ ছিল।’

মূল পর্বে ওঠার স্বপ্ন ফিকে হয়ে গেলেও এখনই আশা ছাড়ছেন না কাবরেরা। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের দিকেই দৃষ্টি কাবরেরার, ‘এখন আমাদের মনোযোগ পরবর্তী ম্যাচে দিতে হবে। আমাদের এখনো সুযোগ আছে। সামনে হংকংয়ের সঙ্গে আরেকটা ম্যাচ আছে। যদি আমরা সেটা জিততে পারি, তাহলে আবারও আমরা গ্রুপের শীর্ষে তিনের মধ্যে চলে আসব।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-হংকং হাভিয়ের কাবরেরা হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর