বগুড়া: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় ব্যাচের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘যেকোনো শিল্প বা ব্যবসা শুরুর আগে সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে বাস্তবভিত্তিক সহায়তা দেবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, বিসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. জাফর বায়েজীদ, বিসিক ঢাকা লবণ সেলের উপমহাব্যবস্থাপক মো. সরোয়ার হোসেন এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপক আবু হাশেম। প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন সম্প্রসারণ কর্মকর্তা মোছা. মমতাজ বেগম।
এই কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। প্রশিক্ষণে বিজনেস প্লান, বিপণন কৌশল, উৎপাদন পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখানো হচ্ছে।
বক্তারা জানান, অনেক শিক্ষিত তরুণ-তরুণী আছেন যারা উদ্যোক্তা হতে চান, কিন্তু পথ খুঁজে পান না। বিসিকের এ উদ্যোগ তাদের জন্য একটি বড় সহায়তা হবে।