ঢাকা: শীত শীত ভাব! আবার নামছে বৃষ্টিও। মানে শীত আসি আসি করছে। বাজারেও আগাম শীতের কিছু সবজি পাওয়া যাচ্ছে। তবু সবজির বাজারে আগুনের তেজ কমছেনা। পেপে, মুখিসহ হাতেগোনা দু একটি সবজি ছাড়া ৮০ টাকার নিচে বাজারে সবজি পাওয়া দুরুহ। আগের মতোই বাড়ছি রয়েছে কাঁচামরিচের বাজারও।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজার, বিজয় সরণীর কলমিলতা, মহাখালীর বউবাজার ও শেওড়াপাড়ার ইব্রাহিমপুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেশ কিছুদিন ধরেই শীতকালের সবজি সিম বিক্রি হচ্ছে। এখনো প্রতি কেজি সিম বিক্রি ২০০ টাকা কেজিতেই। বাজারে নতুন করে উঠতে শুরু করেছে ছোট ছোট ফুলকুপি। ছোট সাইজের প্রতিটি ফুলকপি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে দেখা গেছে, কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। কয়েক সপ্তাহ আগে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজিতে।
বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকায়, কচুর লতি ৮০ টাকা, বেগুন (গোল) ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা ও পটল ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জালি প্রতি পিস ৬০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, করলা ১০০ টাকা, বেগুন (লম্বা) ৮০ টাকা, শিম ২০০ টাকা ও পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা ও কচুর মুখি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, খুচরা বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। খোলা সয়াবিন ও পামওয়েল তেলের দাম লিটারে বেড়েছে ৫ টাকা।
জানা গেছে, সম্প্রতি সয়াবিন তেলে দাম লিটারে ১০ টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার মেনে নেয়নি। সে কারণে এখন বাজারে তৈরি হয়েছে এই অস্থিরতা। বাজারে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়েছে। এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটারে পাঁচ টাকার মতো।
বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭২ টাকা। সুপার পাম অয়েলের লিটার বিক্রি হয়েছে ১৫৫ টাকা ১৬০ টাকা দরে।
এদিকে, বাজারে এখন নাজিরশাইল চাল ৮৪ থেকে ৮৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কয়েক সপ্তাহেও তা ৯০ থেকে ৯২ টাকা কেজিতে বিক্রি হয়েছে। মোটা চালের মধ্যে পায়জাম ও স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকায়, যা কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে। তবে মিনিকেট চাল আগের দামেই ৭৮ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে পেঁয়াজের দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে পাড়া-মহল্লায় এ দাম আরও অন্তত ৫ টাকা বেশি।
বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। সোনালি মুরগিও ২৬০ টাকা থেকে বেড়ে ২৮০ টাকায় উঠেছে। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে গরু ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি ও খাসি ১০০০ থেকে ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।