নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে হাত পা বাঁধা অবস্থায় এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বড়ভিটা মধ্যপাড়া গ্রামের বাঁশঝাড় সংলগ্ন একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মোস্তাফিজার রহমান। তিনি ওই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।
নিহতের ভাই মাইনুল বলেন, ‘আমার ভাই একই গ্রামের আব্দুল্লাহর ছেলে মিজানুরের কাছ থেকে জমি কিনে নেয় এবং পরবর্তীতে সেই জমি অন্যত্র বিক্রি করে। এ নিয়ে দ্বন্দ্বের সূত্র ধরে বৃহস্পতিবার গ্রামে সালিশ বসে। পরে রাতে স্থানীয় কয়েকজন সিদ্ধান্ত দেয় ভাইকে ৫৫ শতক জমি ফিরিয়ে দিতে হবে এবং ৫ লাখ টাকা আব্দুল্লাহর বড় ছেলে ও মিজানুরের ভাই ওমর ফারুককে পরিশোধ করতে হবে। এর পর প্রায় ১টার দিকে আমার ভাই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে।’
তিনি আরও বলেন, ‘ভোরে খবর পাই, গ্রামের এক পাশের গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।’
এটি আত্মহত্যা নয়, এটি ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের ধারণা।
কিশোরগঞ্জ থানার তদন্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুছ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’