ঢাকা: দেশে গণতান্ত্রিক অধিকার পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র এখনো একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়নি।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শহিদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
রিপন বলেন, সংস্কারের নামে যা হচ্ছে, তা আসলে মৌলিক কোনো সংস্কার নয়; বরং এসব পদক্ষেপ দেশের জন্য কার্যকর কোনো ফল আনতে পারেনি। তিনি নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কারের ওপর জোর দেন, বিশেষ করে রাজনৈতিক দলের ভেতরে প্রাইমারি নির্বাচন চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি সতর্ক করে বলেন, যদি একটি নির্বাচিত সরকার না থাকে, তাহলে দেশে আরও নানা ধরনের সংকট দেখা দিতে পারে। তাই আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি, যাতে জনগণের ভোটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের বর্তমান সংকটের সমাধান হতে পারে কেবল একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে, যেখানে জনগণের মতামত ও অধিকারই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।