চট্টগ্রাম ব্যুরো: প্রবীণ বামপন্থী রাজনীতিক স্বপন সেন মারা গেছেন। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৭৩ বছর বয়সী অকৃতদার স্বপন সেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে।
স্বপন সেন গণতন্ত্রী পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি ছিলেন। ষাটের দশকে ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার মধ্য দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। এরপর সিপিবি ও ন্যাপের রাজনীতিও করেছেন।
তিনি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ চট্টগ্রামে বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনের একজন সামনের কাতারের সংগঠক ছিলেন। উদীচীসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আমৃত্যু তিনি সাংস্কৃতিক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।
স্বপন সেনের মৃত্যুতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহআলম, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, ন্যাপের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা শোক প্রকাশ করেছেন।
শুক্রবার বিকেলে স্বপন সেনের মরদেহ চট্টগ্রাম নগরীর চেরাগি চত্বরে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন পর্বে বক্তব্য দেন, কবি ও সংস্কৃতিজন সুভাষ দে, প্রবীণ সাংবাদিক অঞ্জন কুমার সেন এবং চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা।
সিপিবি, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, উদীচী চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, চট্টল ইয়ূথ কয়ার, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ আরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন পর্বে আরও উপস্থিত ছিলেন- ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, সিপিবি নেতা অমিতাভ সেন, সংস্কৃতিজন অনুপ সাহা, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, সহ-সভাপতি প্রবাল দে, শিমুল সেন ও ভাস্কর রায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়সী রায়, নাট্যকর্মী সাহিদ উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমউদ্দিন শ্যামল, বিএফইউজের সাংগঠনিক সস্পাদক মহসীন কাজী, সংস্কৃতিকর্মী শোয়েব নাঈম, অধ্যাপক শিবপ্রসাদ সুর, আলোকচিত্রী কমল দাশ, সাংবাদিক রমেন দাশগুপ্ত এবং প্রয়াত স্বপন সেনের পরিবারের সদস্যরা।