Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন: ছুটির দিনেও বিরামহীন প্রচার

চবি করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২১:২৬

ছুটির দিনেও প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের আর মাত্র চারদিন বাকি। তাই ছুটির দিনেও বসে নেই প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে জুমার নামাজ শেষে মসজিদকেন্দ্রিক প্রচার চালিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জুমআর নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রচার চালান তারা।

এ সময় ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি, জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব ও প্যানেলের অন্যান্য সদস্যরা শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় করে প্রচার চালাতে দেখা যায়। অন্যদিকে বাগছাস থেকে বেরিয়ে যাওয়া নেতাদের ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের জিএস প্রার্থী রশিদ দিনার ও তার প্যানেলের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়াও অন্যান্য প্যানেলগুলোর প্রার্থীদের প্রচার চালাতে দেখা যায়।

বিজ্ঞাপন

ছুটির দিনেও প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।

প্রচার চলাকালে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ অনেক বেশি লক্ষ করা যাচ্ছে। আমরা ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছি, ইশতেহারের আলোকে কাজ করব। নারী শিক্ষার্থীদের জন্য আমরা নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব।’

এ সময় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের জিএস প্রার্থী রশিদ দিনার বলেন, ‘চাকসু নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমরা আশা করি নির্বাচনের দিনও এ রকম আমেজ থাকবে।’

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, ১৯৭০ সালে চাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ সালে এবং ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ চাকসুর নির্বাচন হয়।

সারাবাংলা/এমআর/এইচআই

চাকসু ছাত্রসংসদ নির্বাচন প্রচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর