ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট বলতো বাংলাদেশে কখনো কেউ গুম হয় নাই’—এই দাবি করে তারা এক ধরনের অস্বীকারের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেছে। তিনি বলেন, মিথ্যা প্রচার ও বিকৃত বয়ানের মাধ্যমে পতিত ক্ষমতাসীনরা তাদের শাসনামলে সংঘটিত নিষ্ঠুর ও পরিকল্পিত গুমের সত্যকে আড়াল করতে চায়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
তাজুল ইসলাম পোস্টে লেখেন, The Commission of Inquiry on Enforced Disappearances (গুম সংক্রান্ত তদন্ত কমিশন) দীর্ঘদিন ধরে উদ্ভাবিত তথ্য এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে প্রণয়ন করেছে প্রামাণ্যচিত্র ‘Unfolding The Truth’। এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে গুম কারা করেছে, কীভাবে করেছে, গুমের পর ভুক্তভোগীদের কী পরিণতি হয়েছে এবং কারা এই কাজে জড়িত ছিল তার বিশদ বিশ্লেষণ।
তিনি আরও বলেন, এই প্রামাণ্যচিত্র ও কমিশনের অনুসন্ধানে এমন সব প্রমাণ উঠে এসেছে যা ফ্যাসিস্ট সরকারের সত্য লুকানোর সব অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে গোপন আটক কেন্দ্র উদ্ঘাটন, ধরপাকড় বা লুকিয়ে রাখা ব্যক্তিদের উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ তথ্যও এতে প্রকাশিত হয়েছে।
তাজুল ইসলাম মনে করেন, এই অনুসন্ধান ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের গুমের বাস্তবতা এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত। জনগণ এখন জানতে পারছে, কাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।