ঢাকা: চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে জনমত গঠন করার লক্ষ্যে পঞ্চগড়ে লং মার্চের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় লং মার্চটি পঞ্চগড় সুগারমিল মাঠ থেকে শুরু হবে এবং সদর, তেঁতুলিয়া ও বাংলাবান্ধার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সদরে এসে শেষ হবে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘পঞ্চগড়ে একটি দুর্নীতিপরায়ণ চক্র দীর্ঘদিন ধরে জনগণের উন্নয়ন ও স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি করছে। এখনই সময় এই চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলার। সাধারণ মানুষকে আর শোষিত বা নির্যাতিত হওয়া উচিত নয়।’
সারজিস আলম আরও বলেন, এই লং মার্চের মাধ্যমে এনসিপি স্পষ্ট বার্তা দিতে চায় যে, পঞ্চগড়ে দুর্নীতিবাজ ও অপরাধীদের আর কোনো স্থান থাকবে না।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতের পঞ্চগড়কে একটি স্বচ্ছ, সেবা-ভিত্তিক ও ন্যায়নিষ্ঠ প্রশাসনিক কাঠামোয় গড়ে তুলতেই এই আন্দোলন শুরু হচ্ছে।