Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১০:১৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১২:৩০

ঢাকা: দেশে মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ দেশের ছয় বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বিভাগগুলোর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু স্থানে, আর ঢাকা ও ময়মনসিংহের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) পর্যন্তও একই ধারা অব্যাহত থাকতে পারে। এরপর রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) এবং ১৪-১৫ অক্টোবর চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘মেঘের একটি ভারি সেল বর্তমানে সক্রিয় আছে। এটি শেষ হলেও আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর