ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভ ও ধর্মঘটের মধ্যে বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যয়ের কাটছাঁট ও ধনীদের ওপর উচ্চ কর আরোপের দাবিতে দেশজুড়ে চলা ধর্মঘটের প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে টাওয়ার কর্তৃপক্ষ।
১৮৮৯ সালে গুস্তাভ আইফেল-এর নকশায় নির্মিত ঐতিহাসিক স্থাপনাটি বন্ধ হওয়ার খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৬ সালে আইফেল টাওয়ার ভেঙে ফেলার গুজব ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে ফরাসি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনা বা সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
ফ্রান্সের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা এই ধর্মঘটে দেশজুড়ে পরিবহন, শিক্ষা, ও সরকারি সেবার পাশাপাশি পর্যটন খাতও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আইফেল টাওয়ার অপারেটিং কোম্পানি (এসইটিই) এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় প্রতিবাদ দিবসের কারণে আইফেল টাওয়ার আজ বন্ধ থাকবে।’
আইফেল টাওয়ার কেবল ফ্রান্সের নয়, বিশ্বের অন্যতম পরিচিত প্রতীক। প্রতিবছর ছয় মিলিয়নেরও বেশি পর্যটক এই স্থাপনা দেখতে প্যারিসে আসেন। পর্যটন উদ্যোক্তারা বলছেন, এমনকি অল্প সময়ের জন্যও আইফেল টাওয়ার বন্ধ থাকা প্যারিসের আকর্ষণকে মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। বিশেষ করে বিদেশি দর্শনার্থীদের কাছে।
আইফেল টাওয়ার বন্ধ থাকা এই আন্দোলনের কেবল একটি দিক। কয়েক মাস ধরে বাজেট কাটছাঁটের বিরুদ্ধে চলছে দেশব্যাপী প্রতিবাদ। শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে সরকারের ‘কৃচ্ছ্রনীতি’ (Austerity Measures) প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।