Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে যাওয়া নিয়ে ঝগড়ায় প্রাণ গেল ট্রাকচালকের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১২:১৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৩:৫৭

নিহত সজীব চন্দ্র নাথ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দুই ট্রাক চালকের ঝগড়ার মধ্যে ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর সদরঘাট জেটিগেটের সামনে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সজীব চন্দ্র নাথের (৩০) বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়।

পুলিশ জানায়, নিহত সজীব ও গ্রেফতার ইউসুফ হোসেন বিজয় (২৪) নগরীর সদরঘাটে হাক্কানি ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের ট্রাক চালাতেন। ইউসুফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ে জেলায়।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সারাবাংলাকে জানান, লোহার রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের আমদানি করা কাঁচামাল স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) বহনের জন্য দুটি আলাদা ট্রাক নিয়ে জেটিগেটের সামনে অপেক্ষায় ছিলেন সজীব ও ইউসুফ। এ সময় জেটিতে প্রবেশের সিরিয়াল আগে পাওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

বিজ্ঞাপন

এর মধ্যেই ইউসুফ সজীবকে বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। অন্যান্য চালকরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউসুফকে হত্যায় ব্যবহৃত ছোরাসহ আটক করে। হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/ইআ

ট্রাকচালক নিহত