Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারী শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৪:২০

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুষ্টিয়ার আয়োজিত শিক্ষক সমাবেশ।

কুষ্টিয়া: এমপিও ভুক্ত স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় সমাবেশ করেছেন।

সমাবেশে শিক্ষক্রা ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ বোনাস, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকরি এমপিও ভুক্তকরণসহ শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি উপস্থাপন করেন।

শনিবার (১১ অক্টোম্বর) সকাল ১১টায় আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুষ্টিয়ার আয়োজনে অনুষ্টিত উক্ত শিক্ষক সমাবেশ প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাজহারুল হক মমিন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি অধ্যাপক রাজী উদ্দিন আহমাদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, অতিদ্রুত আমাদের দাবি পূরণ না করা হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

শিক্ষকদের দাবি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর